আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারে বিনিয়োগকারীরা কি এন্টি-আওয়ামীলীগের লোক?

হে খোদা! রাজনৈতিক প্রশ্নে জাতি আজ শতধা বিভক্ত। সামান্য কিছু মতপার্থক্য থাকলেও একাত্তুরের মত জাতিকে আবার এক করে দাও। আটক বিনিয়োগকারীদের অপরাধ কি? এই আন্দোলনকারীরা ৩৩ লাখ বিনিয়োগকারীর মুখপাত্র। তাদের অপরাধ, নিঃস্ব বিনিয়োগকারীর পক্ষে রাস্তায় নেমেছেন। পুলিশের ধারনা এরা জানমালের ক্ষতি করতে পারে, এইজন্যই গ্রেপ্তার।

এরা জান মালের কি ক্ষতি করবে? বাসে আগুন ধরিয়ে দেবে? কোন সরকারী কর্মকর্তাকে খুন করবে? গোঠা ১ বছরের আন্দোলনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটা রিক্সা ও জালিয়েছে কি? কোন পুলীশ বাহিনী বা সংশ্লিষ্ট কোন কর্মকর্তাকে একটা থাপ্পড়ও কি মেরেছে এই বিনিয়োগকারীরা? কেন এই গ্রেপ্তার? এরা কোন জানমালের ক্ষতি করেনি। উল্টো বিনিয়োগকারীদের জানমালের ক্ষতি করা হয়েছে। তাদের হাজার হাজার কোঠি টাকা লোপাট করা হয়েছে। তাদের আত্মহত্যায় বাধ্য করা হয়েছে । টাইমস মেগাজিনে নিকৃষ্ট শেয়ার বাজারের খেতাব মিলেছে।

বিনিয়োগকারীরা বড়জোর কিছু লাকড়ি যোগাড় করে রাস্তায় আগুন জালাতে দেখেছি। শান্তিপূর্ণ শ্লোগান দিতে দেখেছি। তবু কেন এই নিরীহ বিনিয়োগকারীদের টুটি চেপে ধরতে চায় সরকার? এইগুলো কি বি এন পি এর লোক? জামাতের লোক? নাকি জঙ্গি জে এম বি? কি অপরাধ তাদের? বি এন পি থেকে অনেক ভাল করবেন, অনেক ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে সরকার। তারেক, কোকো দেশকে লুট করেছে বলেই লুট না করার জন্য আমরা আপনাদের মসনদে পাঠিয়েছি। আপনারা শেয়ার বাজার থেকে লুঠ করেছেন তিন শ' হাজার কোটি টাকা।

এটা কি লুঠের প্রতিযোগিতা? আমরা সরাসরি "আপনারা" শব্দটি ব্যবহার করার সংগত কারন আছে। কারন ইব্রাহিম খালেদ সাহেবের উল্লেখিত সেই শেয়ার বাজার লুঠেরাদের আপানারা বিচার করেন নাই। অর্থমন্ত্রী আমাদের পাগল ছাড়া ও পাটকাবাজ উপাধি দিয়েছেন। একসময় বাংলাদেশ ব্যাংক শেয়ার বাজারকে অনুতপাদনশীল খাত বলে শেয়ারবাজারকে ছোট করে দেখিয়েছেন। ১০% এক্সপোজার লিমিট সমন্বয়ের স্বল্পতম সময় বেঁধে দিয়ে পতনের ধারা বেগবান করেছেন বাংলাদেশ ব্যংক গভর্নর।

এতেই শেষ নয়,মোস্তফা কামাল সাহেব (লোটাস কামাল) ঘোষণা দিয়েছেন শেয়ার বাজারের সূচক ৩৫০০ হলে যথার্থ হয়। কি দরকার ছিল অহেতুক পুরানো কথাটি নতুনভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার? প্রজ্ঞাপনটি ছিল "কোন সরকারী কর্মকর্তা কর্মচারী শেয়ার বাজার অথবা পাটকা কারবারে বিনিয়োগ করতে পারবেন না। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের প্রণীত আইনকে মনে করিয়ে দেয়ার পেছনে কে ছিল? এই সব হাজারো কারনের জন্য আমরা বলছি এই সরকারই শেয়ার বাজার ধসের হোতা। সরকারে থাকা সামান্য কিছু খলনায়কের জন্য পুরো সরকারের বদনাম হচ্ছে। নয়তো কিছু চিহ্নিত লোককে শাস্থি দিলে বাকীরা সতর্ক থাকত।

আমাদের প্রশ্ন, শেয়ার বাজার কি আর শেয়ার বাজার আছে? এর চেয়ে মুলা বেগুন বিক্রয় করা অনেক ভাল বলে অধুনা কথা-রসিকেরা বলতে শুরু করেছেন। আমরা এই সব সংবাদ পত্রকে অনুরোধ করব, আপনারা বিনিয়োগকারীদের হয়ে জোড়ালোভাবে আরো লিখুন। বিনিময়ে বিনিয়োগকারীরা কিছুই দিতে পারবে না। এখানে মানবতার দায়টা সবচেয়ে বড়। কারন আমাদের কথা সরকারের কান পর্যন্ত যাচ্ছে না।

আওয়ামী লীগ শেয়ার ব্যবসা করে না? শেয়ার ব্যবসা কি এন্টি-আওয়ামী লীগেরাই করে? বিনিয়োগকারীদের গ্রেপ্তার করতে গিয়ে গতকাল সাংবাদিকেরা ও আস্ত থাকে নাই। এমন তোগলকি কান্ড কারখানা মানুষের ক্ষোভকে দিনে দিনে বাড়িয়ে দেয়। এটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে এসব কি গণতন্ত্রের টুটি চেপে ধরা নয়? অর্থমন্ত্রীর ভাষায় বিনিয়োগকারীরা যদি পাগল হয়ে থাকে,খেয়াল রাখুন আগামী নির্বাচনে এই পাগলেরাই ভোট দেবে। দুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এটা সরকারের কাজ নয়। এইজন্য এস ই সি আছে।

তাহলে সরকারের কাজটা কি জনগণ জানতে চায়। আমরা জানতে চাই আর কয়জন আত্মহত্যা করলে আপনারা খুশী হবেন? গন আত্মহত্যার হিড়িক পড়লে সরকার হিসাবে এ লজ্জা কোথায় লুকাবেন? বিনিয়োগকারীরা সবাই শিক্ষিত। এদের ভেতরের ছাই চাপা আগুন একদিন ধপ করে জ্বলে উঠবে না কি গ্যারান্টি আছে? অবশ্যই এটা সরকারের জন্য শুভ নয়। সুতরাং এখনই শেয়ার বাজারের ধস রোধে সরকারকে কোমর বেঁধে এগিয়ে আসা উচিৎ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.