শেয়ারবাজার কেলেঙ্কারীতে সাধারণ মানুষের টাকা গেছে,তাতে সরকারের কি! তদন্ত করে লাভ কি? মানুষ কি টাকা ফিরে পাবে? তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া সম্ভব! যাক তারপরও তদন্ত হয়েছে। রিপোর্ট জমা দিয়েছে। তবে জড়িতদের নাম প্রকাশ হবে না। কেন হবে না? এর জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন নিশ্চিত না হয়ে নাম প্রকাশ করা সঠিক হবে না। তাহলে আমরা ধরে নিবো জড়িতরা সরকারী দলের ব্যক্তি। অন্যথায় বিরোধীদলের লোক হলে কত আগে মাইকিং করে অর্থমন্ত্রী বলে দিতেন। আর নির্দলীয় হলেতো তাকে ফাঁসিতে ঝুলানো হতো। তারপরও আশা করবো জড়িতদের নাম প্রকাশ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।