আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারে কুপন বন্ড

মার্কেন্টাইল ব্যাংকের ৩০০ কোটি টাকা আকারের কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (বিএসইসি)। সাত বছর মেয়াদি বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ার হোল্ডার ব্যতীত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, মিউচুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং বড় পুঁজির ব্যক্তি বিনিয়োগকারীরা বন্ডটির ইউনিট কিনতে পারবেন। প্রস্তাবনা অনুযায়ী বন্ড ইস্যুর মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে মার্কেন্টাইল ব্যাংক টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালীকরণ তথা ব্যাসেল-টু অনুযায়ী প্রয়োজনীয় মূলধন অনুপাত বাড়ানোর কাজে ব্যয় করবে।

বন্ডটির প্রতিটি লটের অভিহিত মূল্য ১০ (দশ) লাখ টাকা। বন্ডের কুপন রেট হবে ইস্যুয়ার ব্যাংক ব্যতীত অন্যান্য তফসিলি প্রাইভেট ব্যাংকের ৬ মাসের গড় স্থায়ী ইস্যুয়ার আমানত অথবা ইস্যুয়ার ব্যাংকের ৬ মাসের গড় আমানত হারের মধ্যে যেটি বেশি হয় তার ওপর ৩ শতাংশ। তবে কুপন রেট সর্বনিম্ন হবে ১২ শতাংশ এবং সর্বোচ্চ ১৫ শতাংশ। এ ছাড়া ইউএফএস ইউনিট ফান্ড নামে আরেকটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন দিয়েছে কমিশন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.