পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পরিকল্পনা করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার । ধারণা করা হচ্ছে শেয়ার বাজার থেকে প্রতিষ্ঠানটি একশ’ কোটি ডলার সংগ্রহ করতে পারবে।
এদিকে, ২০১২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের শেয়ারবাজারে আগমনের পর টুইটারই সবচেয়ে বড় সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে বলে সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।
উল্লেখ্য, সর্বশেষ প্রকাশিত তথ্যমতে, সাত বছর বয়সী প্রতিষ্ঠানটির মাসিক ব্যবহারকারী রয়েছে ২১ কোটি ৮০ লাখ। প্রতিদিন প্রায় ৫০ কোটি টুইট করে তারা। ২০১৩ সালের প্রথম ছয় মাসে ২৫.৪০ কোটি ডলার আয় হলেও প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হয় ৬.৯০ কোটি ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।