বিরোধী দলের ডাকা অবরোধ চলাকালে সূচকের বড় উল্লম্ফনের মধ্যে শেষ হয়েছে গতকাল দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সূচক আড়াই শতাংশের বেশি বেড়েছে। চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৩ শতাংশ। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
দিনশেষে ডিএসইএক্স সূচক ১১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১০ পয়েন্টে। ডিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৭টিরই দাম বেড়েছে। কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ৫৪১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯৪ কোটি টাকা বেশি।
দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্য সূচক ৩৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৫৬ পয়েন্টে।
২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।