আমাদের কথা খুঁজে নিন

   

মেঘের উপর আতেল [মেডিকেল ও আতেল দের উৎসর্গ]

একজন চরম বোরিং মানুষ, কোন এক্সসাইটমেন্ট নাই আমার মাঝে। চিল্লাপাল্লা ভালো লাগেনা। মেঘের উপর আতেল [মেডিকেল ও আতেল দের উৎসর্গ] আব্দুল্লাহ স্যারের শর্ট কেস পড়ে, রাস্তা দিয়ে হাটছি, আর চিন্তা করছি। আজকে আবার ফুসফুসের ক্যান্সার bronchial carcinoma এর উপর ক্লাস নিতে হবে। আশেপাশের কিছু মনে নেই।

হঠাত একটা হর্ন বাজলো, হঠাত কি হল?????? ঘুম থেকে উঠে দেখি আমি উপরে উঠে গিয়েছি। আমার পিঠ সেলিং এ আটকে গেছে। নিচে আমাকে কে জানি কাটছে। তাদের সবার গায়ে সাদা পোশাক, আমার গায়েও। তারা আবার এলিয়েনের মত দেয়াল থেকে বেয়ে আসা তার থেকে শ্বাস নিচ্ছে।

আমি রুদ্ধশ্বাসে চুপচাপ দেখছি। আমার মাথার খুলি কাটল, মাথার জমাট বাধা রক্ত –একটা যন্ত্রের ভিতর প্রবেশ করানো হল। ভেসে উঠল –lassa virus. এটা খুবই মারাত্মক ভাইরাস। তাহলে কি আমি bio safety level 4 এর কোন ল্যাবে আছি? কী মজা , কী মজা। আচ্ছা আমি কী তাহলে বাংলাদেশে নাই, বাংলাদেশে তো এরকম কোন ল্যাব নাই।

আমি কী ভারতে-AIMS এর ল্যাবে। ধুররো, ভাবতেছি যখন ভালো কিছু ভাবি। আমি এখন আমেরিকার –ফেডারেল ল্যাব এ। আমাকে ঘিরে সেইরকম বিশেষজ্ঞ। তার আগে বলে নেই মহসিনা ম্যাডাম বলেছিলেন বায়োসেফটির উপর নির্ভর করে ল্যাব চার ধরনের BSL1, BSL 2,BSL 3, BSL 4. জটিল জটিল ভাইরাস ব্যাকটেরিয়া তার জন্য জটিল জটিল ল্যাব।

বি এস এল পৃথিবীতে আছে মাত্র ১৫-১৬টি। আচ্ছা আমি কী তাহলে মারা গিয়েছি, আমার বউটা? আমি যদি এখন জ্ঞান ফিরে পাই তাকে কী বলবে? LAZARUS SYNDROME. যদিও এটা খুব একটা পাওয়া যায় না,তবে হতে পারে। সব শেষ হয়ে আবার ফিরে পাওয়া। মর্গ থেকে ভুতের মত জেগে উঠা। হে হে।

জ্ঞান ফিরবার কারন হিসেবে বলা হয় সি পি আর ; আরে ওই যে মুখে মুখ লাগিয়ে বুক পেট চেপে যে শ্বাস দেয়। তার কিছুক্ষন পরে নাকি চাপ কমে যেয়ে আবার বেড়ে যায়, এতে হৃদস্পন্দন অনেকে ফিরে আসতে পারে, পুনরায় হৃদয়ে বিদ্যুৎ খেলে যায়। এছাড়াও পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে, কিংবা উচ্চ মাত্রার মরফিনে এই ধরনের হতে পারে। আর LAZARUS হলেন সেই ব্যাক্তি যাকে যীশু পুনর্জন্ম দিয়েছিলেন। আবার চোখ মেললাম।

দেখি আমার মা আমার হাত ধরে কাদছেন, মাথার পাশে আমার বউ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। মুখ লাল ক্যান? Rosacea acne?? মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম; মা আমি জ্ঞান হারানোর আগে আমার হাত উপরে উঠে পড়ে গিয়েছিল কী? হাসতে হাসতে বউ বলে “ওরে আমার আতেল স্বামী রে চোখ মেলেই মাকে জিজ্ঞেস করে উনার LAZARUS SIGN হইছিল কিনা?” ভাগ্যিস তোমারে উপরে নেয় নাই,নইলে পড়ার চোটে জান্নাতে যে কী হইত??? তা আতেল রানী “আমার LAZARUS SYNDROME তো অন্তত হইছিল?” -তোমার কিচ্ছু হই নাই। হর্ন শুনে পড়লা আমার উপর। স্যালাইন ঔষুধ কিচ্ছু লাগেনাই। একটা লিপকিস দিছি এতেই~~~~ -আরে লিপকিস তো সি পি আর{cardio pulmonary resuscitation} তাই না? আমার বৌয়ের মুখ আবার লাল, তবে এবার মনে হয় কেন লাল বুঝতে পারলাম।

-বিঃদ্রঃ এই গল্পটা পড়ার আগে হুমায়ুন আহমেদের মেঘের উপর বাড়ি পরে সেরকম মন খারাপ হয়েছিল, এই গল্প লিখে তার চেয়ে দ্বিগুণ খুশি লাগতেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।