মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে কামারখালী বাজারে এ অগ্নিকাণ্ড হয় বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন।
ফরিদপুর ও মাগুরা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাজারের উত্তম জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
অল্প সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং মুদি দোকান, মোবাইল ফোন, ওষুধ, হার্ডওয়্যার, জুয়েলারি, রড-সিমেন্টের দোকানসহ একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, অগ্নিকান্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।