আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে টর্নেডোতে ২০০ ঘর বিধ্বস্ত

Service of the people ফরিদপুরে ১০ সেকেন্ড স্থায়ী টর্নেডোতে ১১৫টি পরিবারের দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। টর্নেডোটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রাম ও সদর বেড়া গ্রামে আঘাত হানে। ফরিদপুর আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক এস এম সুরজুল আমিন গ্রামে দুটিতে টর্নেডো হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, তালমা এলাকার ছোট পোলের কাছ থেকে শুরু হয়ে কোনা গ্রামের মমিন মাতুব্বরের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়ে গেছে। টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ওই দুটি গ্রামের নারী ও শিশুসহ প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। টর্নেডোর ১২ ঘণ্টা পর আজ বেলা দুইটার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, ঘরবাড়ি হারানো মানুষগুলো খোলা আকাশের নিচে বসে আছে। এরই মধ্যে মাঝেমধ্যেই হচ্ছে বৃষ্টি।

বেশির ভাগ পরিবারেরই খাবার জোটেনি। ফরিদপুরের জেলা প্রশাসক হেলাল উদ্দিন আহমদ বলেন, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ১১৫টি পরিবারের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ হতে ২০ কেজি চাল ও এক হাজার করে টাকা দেওয়া হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ চন্দ্র মহোত্তম, নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুর কাদের, নগরকান্দার উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, ফরিদপুর সদরের উপজেলা চেয়ারম্যান শামসুল হক, তালমা ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.