ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের তেতুল তলা নামক স্থানে আজ বেলা ১২টার দিকে বাস চাপায় দু জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, ফরিদপুরের বোয়ালমারী থেকে মোটর সাইকেলযোগে দুই যুবক শহরে আসার পথে তেতুল তলা নামক স্থানে একটি লোকাল বাস তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যায়। পরে অপর একটি দ্রুতগামী বাস দু যুবকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। নিহত দুজন হলেন আমিরুল (২৬) ও শশি (২৫)। তাদের বাড়ী বোয়ালমারী উপজেলার কামারগ্রামে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।