আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে পৃথক স্থানে ২ লাশ উদ্ধার

ফরিদপুরের কানাইপুরে বস্তাবন্দি এবং চরমাধবদিয়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে শহরতলীর কানাইপুর থেকে পারভেজ (২৫) নামের এক অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

শহরের পূর্ব খাবাসপুর মহল্লার অটোচালক পারভেজ বুধবার সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আজ দুপুরে কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনের মোতালেব মিয়ার আখক্ষেতে একটি বস্তা পরে থাকতে থেকে স্থানীয়রা বস্তার মুখ খুলে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় বস্তার মধ্য থেকে পারভেজের লাশটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, অটোচালককে খুন করে অটোবাইকটি দুবৃর্ত্তরা নিয়ে গেছে। এ ঘটনায় পারভেজের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

এদিকে, শহরতলীর চরমাধবদিয়া এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সরোয়ার হোসেন (৪০) নামের এক টিভি মিস্ত্রির লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত সারোয়ার গ্রামের হাফিজুদ্দিন শেখের ছেলে।

সকালে স্থানীয় গ্রামবাসী গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

সারোয়ারের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে লাশটি গাছের সাথে ঝুলিয়ে রাখে। তবে কি কারণে সরোয়ারকে হত্যা করা হয়ে থাকতে পারে তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.