আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে বেশি রেমিট্যান্স জানুয়ারিতে

দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসভিত্তিক হিসাবে গত জানুয়ারিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১ হাজার ২১৫ মিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই মাসে ছিল ৯৭০ মিলিয়ন ডলার। অর্থাত্ জানুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২৭ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ বলেন, মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারিতে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৩১৩ মিলিয়ন ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১১২ মিলিয়ন এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১০৯ মিলিয়ন ডলার এসেছে। সব মিলিয়ে জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২১৫ মিলিয়ন ডলার, যেখানে গত ডিসেম্বরে ১ হাজার ১৪৭ মিলিয়ন ডলার ও নভেম্বরে ৯০৮ মিলিয়ন ডলার এসেছিল। জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে ৬ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

ফলে জানুয়ারির শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৯ হাজার ৩৮৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১০ হাজার ৩৮৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.