আমাদের কথা খুঁজে নিন

   

কবিতায় শেষ নেই

বিস্ময় মুছে দিও না... ( শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর-এর শেষের কবিতা স্মরণে) কবিতায় শেষ নেই অলক্ষ্যলোকে ঢুকে ভাবলো অমিত পুনর্বার; অবধারিত আঁধারকে অমানবিকতার অস্তাকুড়েঁ ছুড়ে দুঃখের আলোতে দেখলো প্রেম চিরন্তন। কালের যাত্রার ধ্বনি হৃদয়ে স্পন্দন জাগাইছে দেখে নব প্রভাতের শিখরচূড়ায় চিনতে পারলো সে নাম; ঝরা বকুলের কান্নায় ব্যথিত আকাশ, রাত্রির দীর্ঘশ্বাস স্বপ্নের মুরতিতে করছে খেলা। কাল ক্ষেপণে হয়েছে যে ক্ষতি পুষাবে সে ভুল ঘুচবে নৈবেদ্যের থালে তৃষ্ণার আবেগ, যদি রচিত হয় যুগল সমাধি। জেনেছে সে ধীরে, প্রার্থনা ও আশীর্বাদ ছাড়া বিফল সকল কর্ম, নিরর্থক সমস্ত বিশ্বলোক। দেবী পাত্র রিক্ত হয় না, তবুও আর কতো প্রতীক্ষা! আয়ু বড়ো নিষ্ঠুর ধাবমান। দান নয় ঋণ নয় পূজার অঞ্জলি তুলে হাতে মহাকাব্যের দ্যোতনায় এক নিরবিচ্ছিন্ন মিলনের অভিলাসে প্রেম মন্দিরে আপনাকে করছে নিবেদন। মুক্তি কোথায় আছে যে বলবো, হে বন্ধু, বিদায়???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।