সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
১.
বুক ভর্তি বালি থাকুক তোমার
যে বেদনায় নেতিয়ে গড়িয়ে পড়বে অশ্রু,
শুষে নিতে পারো যেন...
দেখছোনা কত আবেগে বলছি
বুকে চেপে ধর...।
২.
শুধু কবিতা কেন!
তুমিতো আমাকেও পাঠ করতে পারো।
ধর ছন্দের গরমিলে গদ্যতা
অথবা অলঙ্কার উপমায়...
বুঁদ হয়ে ডুবে গিয়ে
দিন রাত ভুলে গিয়ে
তুমি তো আমাকেই বলতে পারো কবিতা!
৩.
তুমি যেন আমার কাছেই থাকো
যখন আর কেউ থাকেনা
যখন রাত রোদ্দুরে একলা থাকি আমি।
ভীষন রকম দুঃখবোধে
ক্লান্ত হতে হতে,
যখন আমার বাড়ানো দু হাতে
ছিন্ন গোলাপ রাখো,
তুমি যেন আমার কাছেই থাকো...।
৪.
রাত মাখা পংক্তি গুলো তোমার জন্য
যুবক তুমি শেখো
কেমন করে শব্দ হতে হয়,
কেমন করে ভালবাসায় বিদ্ধ হতে গিয়ে
আপনমনে দগ্ধ হতে হয়।
যুবক তুমি শেখো-
যুবক তুমি সিন্ধু সাগর নদী
ভালবেসে নীল মমতা মেখো...।
৫.
তোমাকে ক্ষমা করেছি অরন্য
এভাবে দখলে দখলে জর্জরিত করার অপরাধ,
শ্বাসপ্রশ্বাসে ঢুকে যাওয়ার অপরাধ।
তোমার বিনয়ে ভাসিয়ে দিতে পারো
জলের শহর,
অতঃপর পিছমোড়া করে বেঁধে নিয়ে যেতে
পারো চার পায়ের গদিতে।
তবু ক্ষমা করেছি অরন্য।
ভালবেসে আর যাই হোক
ভালবাসায় দিতে শিখেছি আমি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।