আমি, কথা কম -কাজ বেশীতে বিশ্বাসী......
তুমি আমায় বলেছিলে মধুর কবি ,
মনের মধ্যে একেঁছিলে রঙিন ছবি ।
আমায় তুমি করেছিলে মিছে আহ্বান -
বলেছিলে আমিই তোমার জান-প্রাণ ।
আমি ছিলাম লোক এক বেজায় ব্যস্ত
তোমাকে ভাবার ছিল না সময় এত ।
আজ আমার এ কলমে তুমি কবিতা
আমার হৃদয়ে নেই কোনো ভণিতা ।
কিন্তু কবিতার ডায়রি হচ্ছে না পূর্ণ
তোমাকে ছাড়া আমি কবি চেতনা শূন্য।
তোমার ছন্দ জাদুতে আমি দিশেহারা
মিছে মরীচিকায় যেন সাজানো অপ্সরা ।
আমি বাকহারা ,তুমি যে অন্যের হাত ধরা
তোমার জন্য কবিতা মৃত প্রায় ছন্নছাড়া ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।