পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই!
এখানে সবুজের ভিড়--
ঘননীল সমুদ্রপারে
নারকেল সুপুরির নাচ
ঝোড়ো বাতাসের ডাক
বর্ষারানীর আবাহন--
শ্যামল বনভূমি।
বিস্তীর্ণ বালুকাবেলা,ঝিনুকের মেলা
রংবাহারি মাছের খেলা
নিমগ্ন প্রবাল-কোরালের দেশে।
পাহাড়ি ঝর্ণাতলা,ঊর্বরা সমতটে
কিষান-কিষাণী,ফসলের হাতছানি।
ঘনঘোর বাদলা মেঘ....
সন্ধ্যালগ্নে বনান্তরে
দীপশিখা,শঙ্খধ্বণির আহ্বান--
বাঁশের বনে কলকাকলী
উজান বাঁকে মনুয়ার জেলেডিঙি।
সুখের নেশায় দুটি পাখি
দোল খাওয়া ঝাউয়ের ডালে।
পূবাকাশে চন্দ্রিমা----
পম্চিমে সমুজ্জ্বল দুটি তারা
ছল ছল জলে রূপালি জ্যোৎস্না
ভেসে যায় কোন্ অজানায়!
মায়াবী রাত,নিবিড় স্নিগ্ধতা
শান্ত আবেশে স্বপ্নপুরীর দেশে
রূপসী আন্দামান!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।