একদিন শান্তি ছিল সেখানে জমছে বিষের খনি।--
ভাসছে কবিতা; নৃত্যপটীয়সী বড়--মত্ত প্রমোদ
হিল্লোলে;- ধরতে গেলে পথে পথে তুলছে
বারোয়ারী প্রেমিকেরা বাঁধা টঙ্কার। ফুলেল
নকশা হরেক তার জমিন জুড়ে; অন্দরে ঢেউ তোলে
শত অঙ্গরাগ। প্রাঙ্গন জুড়ে পড়ে আছে
পরিত্যক্ত বসন, শব্দের বেসাতি জমেছে সেখানে
মনোহর; চিত্রকল্প আঁকা পড়েছে--গুণে নাও, ঠোঁটে
ঠোঁটে মেটাও চুম্বন। পোষাকের মাঝে কোনো
দেহ নেই, না থাক; তীরের পাশে পড়ে আছে ভ্রান্ত তূণ।
কুয়াশার চাদর ভেঙে তবু কুড়াব কেউ কেউ ফুলদল;
রঙের থেকে আলাদা করে নিলে কর্দমরেণু, সৌরভ
জুটে বটে--কিছুটা নড়ে উঠি আমি, কিছুটা জেগে উঠি--
ভাবি, আবার হলো অপচয়-- কবিতায় বড় অপচয়।
একটি সফল জীবন পেঁচিয়ে উঠা লতানো
গোলাপেরা; আহা, আমার তো নয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।