গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
এক
তোমায় চিনে নিতে মা
বর্ণমালার প্রয়োজন হয়না।
তুমিই আমার বর্ণমালা মা
লক্ষ প্রাণের দ্যোতনা।
বায়ান্নে ভাষা
একাত্তরের স্বাধীনতা
সবকিছুতেই তুমি মা
আমাদের জাতিসত্তার চেতনা।
লাল সবুজের ঐ পতাকা
তোমার হৃদয়ের বর্ণিল ভাষা
তুমিই তার উৎসধারা মা
জাতীয় সংগীতের মূর্চনা।
বাউল ভাটিয়ালীর সুরে বাঁধা
তোমার আমার সব চাওয়া মা
তোমায় চিনে নিতে মা
তাই বর্ণমালার প্রয়োজন হয়না।
দুই
মাগো, তোর আঁচলে আঁকা
আমার দেশের পতাকা
সাগর পাহাড় পেরিয়ে
সীমানার ওপাড়ে
পত পত উড়ে
বুকে নিয়ে বাংলা ভাষা।
মাগো, তোর ত্যাগে পাওয়া
এই স্বাধীন দেশের হাওয়া
বয়ে যাবে যুগে যুগে
জন্মান্তরে
সাথে করে
একটি জাতির স্বপ্ন আশা।
মাগো, তোর মতই পবিত্র
রক্তে আঁকা এই মানচিত্র
আমাদের সবার বুকে
প্রশান্তি ছড়িয়ে
বেঁচে থাকবে
সাথে নিয়ে অযুত প্রাণের ভালবাসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।