নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
শহরের অধিকাংশ মসজিদেই নোটিশ দেয়া থাকে নামাজের সময় মোবাইল অফ রাখার জন্য। ইমাম সাহেবও নামাজের আগে আরেকবার বলে দেন। এর পরেও অনেকের মোবাইল রিং বাজতে দেখা যায় উচ্চস্বরে। এতে একদিকে যেমন নামাজীদের মনযোগ নষ্ট হয় তেমনি মিউজিকের কারনে মসজিদের পবিত্রতা নষ্ট হয় এবং সে সময়ে হয়তো ইমাম সাহেব কোরআন থেকে তেলাওয়াত করছিলেন সে সময়ে মোবাইলে হিন্দী গানের সুর বাজতেছে।
এক জায়গায় নামাজের সময় এক লোকের মোবাইল বাজতেছিল। নামাজ শেষে ইমাম সাহেব বললেন নামাজের মধ্যে মোবাইলের রিং বাজলে আস্তে করে মোবাইল অফ করে দিবেন। এতে একদিকে যেমন নিজে সহ সকলের মনযোগ ব্যঘাতের সম্ভবনা দুরীভুত হবে তেমনি মসজিদের আদবও রক্ষা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।