আমি অন্যের ক্ষতি করতে চাইনা। কেউ যেন আমার ক্ষতি না করে।
================
নামাযের মধ্যে যে সকল ওয়াজিব আছে,
ইহা থেকে কোন একটিও ভুল
বশতঃ ছাড়িয়া দিলে শেষ
বৈঠকে ছিজদায়ে সাহু দিতে হবে।
১) প্রত্যেক রাকাতে প্রথম সূরাহ ফাতিহা পাঠ
করা।
২) সূরাহ্ ফাতিহার পর অন্য একটি সূরাহ
মিলাইয়া পড়া (বড় এক আয়াত বা ছোট
তিনি আয়াত)
৩) পরপর নামাযের রোকন গুলি সম্পন্ন
করা অর্থাৎ প্রত্যেক রুকু সিজদা করা এবং তার-
তিবের প্রতি লক্ষ্য রাখা।
৪) প্রথম বৈঠক।
৫) আত্তাহিয়্যাতু পড়া।
৬) নামাযান্তে ছালাম ফিরান।
৭) দুই ঈদের নামাযে অতিরিক্ত ছয় তাকবীর
বলা।
৮) ফরয নামাযের প্রথম দুই রাকআতে, ছুন্নত ও
নফল নামাযে সকল রাকআআতে সূরা ফাতিহার
সহিত অন্য একটি সূরা পড়া।
৯) নামাযের রোকনগুলি আস্তে আস্তে আদায় করা।
১০) যে নামায উচ্চঃস্বরে পড়িতে হয়,
তাহা উচ্চঃস্বরে পড়া এবং যাহা আস্তে আস্তে পড়িতে হয়
তাহা আস্তে আস্তে পড়া। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।