আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সেনা বিদ্রোহে পূর্ব ভারতীয় বিদ্রোহীদের হাত ছিল?

প্রতিবাদী তারুণ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সামরিক বাহিনীতে সামপ্রতিক বিশৃংখলার জন্য ধর্মান্ধ জংগীদের সমপৃক্ততাকে দায়ী করা হয়েছে। বিষয়টি নিয়ে এখন বির্তকের সূচনা হয়েছে। এই ঘটনার জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী তা স্পষ্ট নয়। সমপ্রতি এক সাংবাদিক সম্মেলনে ড. ফেরদৌস আহমদ কোরেশী বলেছেন, - “আমাদের সশস্ত্র বাহিনীতে ধর্মান্ধতা বা জংগী সম্পৃক্তার অনুপ্রবেশ ঘটে থাকলে তা হবে সত্যই দুর্ভাগ্যজনক। তবে বিষয়টি খুবই স্পর্শকাতর।

সম্পূর্ণরূপে নিশ্চিত না হয়ে ঢালাওভাবে সব কিছুতে জংগী কানেকশান খোঁজা হিতে বিপরীত ঘটাতে পারে। কারণ, ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যাদি, বিশেষ করে অভিযুক্তদের পরিচিতি ধর্মান্ধতার সাক্ষ্য বহন করেনা। অপরদিকে ভারতের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক কুলদীপ নায়ারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। তিনি জোর দিয়ে দাবী করেছেন যে তাঁর কাছে প্রমাণ আছে এই ঘটনায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, নাগাল্যান্ড ও মনিপুরের বিদ্রোহীদের হাত আছে। আমরা উল্লেখ করতে চাই যে, গত বছর ভারত সরকারের অনুরোধে উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের বিরূদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সময় পিডিপি’র পক্ষ থেকে আমরা আশংকা প্রকাশ করেছিলাম যে এর ফলে আমরা অহেতুক ভারতের আভ্যন-রীন সংঘাতে জড়িয়ে পড়বো এবং বাংলাদেশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের আক্রমনের লক্ষ্য হবে।

আমাদের সেই আশংকাই সত্য হলো। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.