আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল’র জন্য খেলোয়াড় না ছাড়ার হুমকি

আমি কিছুই কইবার পারুম না প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্যায়ের খেলা শেষ না হলে সব ক্লাব বিপিএলে খেলার জন্য তাদের ক্রিকেটারদের না ছাড়ার হুমকি দিয়েছে। এ জন্য বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছে তারা। রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়ে বলা হয়, তবে নির্ধারিত সময়ে লিগের খেলা শুরু হলে খেলোয়াড় ছাড়তে তাদের কোনো আপত্তি থাকবে না। খেলার সূচি অনুযায়ী ৬ ফেব্র“য়ারি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্যায়ের খেলা শেষ হওয়ার কথা। বুধবার রাতে লিগের দশম পর্বের খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আবাহনীর বিপক্ষে খেলতে এসে সকালে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স লিগ স্থগিত করার কথা জানতে পারে। সংবাদ সম্মেলনে নয়টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূর্যতরুণ, আবাহনী ও মোহামেডানের কোনো প্রতিনিধি না থাকলেও এই নয়টি দলের সঙ্গে সুর মিলিয়েছেন তারাও। কলাবাগানের বিপক্ষে লিগের নবম পর্বের ম্যাচে সময় মতো মাঠে না পৌঁছানোয় প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়েছে সূর্যতরুণকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কোনো কর্মকর্তা বা সদস্যকে না জানিয়ে গভীর রাতে লিগ স্থগিত করায় সর্বসম্মতিক্রমে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশের ক্রিকেটের উন্নয়নে ক্লাবগুলোর অবদানকে হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবসায়িক লক্ষ্যে ক্রিকেটকে পণ্য হিসেবে ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিপিএলের মতো ব্যবসা নির্ভর টুর্নামেন্ট আয়োজন করছে। এ ধরনের পদক্ষেপ দেশের ক্রিকেটকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। সেই সঙ্গে দাবি করা হয়, বৈদেশিক মুদ্রা পাচারের জন্যই বিপিএল আয়োজন করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের বলেন, “একটি লিগ স্থগিত করে অন্য টুর্নামেন্টে আমাদের খেলোয়াড়দের ব্যবহার করা হবে। এতে ক্লাবের স্বার্থ ক্ষুন্ন হবে, ভাঙা হবে প্রচলিত আইনও।

” দলগুলোর প্রতিনিধিরা জানান, সিসিডিএমের সভায় তারা ২৮ তারিখ থেকে লিগের খেলা স্থগিত রাখার প্রস্তাব দেন। কিন্তু সে সময় বলা হয়, প্রথম পর্যায়ের খেলা শেষ করেই লিগ স্থগিত করে দেয়া হবে। সেক্ষেত্রে একটি করে ম্যাচ ঢাকার বাইরে খেলতে হতে পারে। লিগ স্থগিত করায় ক্লাবগুলো বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে উলে¬খ করে তারা এই ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। এদিকে সিসিডিএম সভাপতি জিএস হাসান তামিম বুধবার রাতে পদত্যাগ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।