নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক
মা আমেনার কোলে এলো সারা দুনিয়ার আলো
যার কারণে এ পাপের পৃথিবী পুণ্যের পথ খুঁজে পেল,
হালিমার ঘরে যে শিশু পালিত হলো
তাঁরই গুণে এ পৃথিবীর আঁধার কেটে গেলো।
রাখাল-বালক সেজে যার কাটল শৈশব
তাঁরই গুণে এ মানবতার কষ্ট হল লাঘব।
আট বছরে হারালেন মা,বাবা,দাদা
এখন এতিমরা সব বন্ধ কর কাঁদা।
ব্যবসার মাধ্যমে যার কাটল যৌবন কাল
তাঁর দ্বারাই উদিত হল এ ধরাতে নতুন সকাল।
খাদিজার সাথে পঁচিশ বছরে তার হলো পরিণয়
এ ধরা তাঁরই মাধ্যমে পেল আদর্শ স্বামীর পরিচয়।
সারা আরব তাঁর নাম দিয়েছিল আল-আমিন
চলো আমরা সবাই হই তাঁর রঙ্গে-রঙ্গিন।
চল্লিশে তিনি পেলেন খোদার নবুওয়াত
যার কারণে মানুষ পেল খোদার পথ।
এরপর অত্যাচারের মুখে পড়লেন সেই নবী
যা দেখে কাঁদল আসমান-জমিন, শশী-রবি।
বাধ্য হয়ে তিনি মদিনায় করলেন হিজরত
যাকে পাওয়ার জন্য ব্যাকুল হল সকল পথ-রাজপথ।
মদিনায় তিনি প্রতিষ্ঠা করলেন ইসলামী রাষ্ট্র
যা দেখে পাপীদের মনে বেড়ে গেল কষ্ট।
বদরের ময়দানে হল এক অসম দ্বন্দ্ব-লড়াই
এ যুদ্ধে ধ্বংস হল কাফেরদের সকল দম্ভ-বড়াই।
ওহুদের যুদ্ধে পাপীরা তাঁকে করল রক্তে-রঞ্জিত
যাঁর পবিত্র শরীরে মশা-মাছি না কখনো বসত।
খন্দকের যুদ্ধে পাপীদের হলো পরাজয়
সত্যের সামনে অসত্যের হয় চিরকাল লয়।
অবশেষে মক্কা বিজয় হল সেই নবীর হাতে
যে কাঁদত এ উম্মতের জন্য দিবা-রাতে।
মওকা পেয়েও প্রতিশোধ না নিয়ে পাপীদের করলেন ক্ষমা
বিমূঢ় হয়ে ইতিহাস যা আপন বক্ষে করল জমা।
দেখিতে দেখিতে কেটে গেল কিছু কাল
এবার এল আপন বন্ধুর সাথে মিলনের কাল।
অবশেষে তিনি চলে গেলেন মানুষের কোলাহল থেকে
উত্তম আদর্শ আমাদের জন্য গেলেন রেখে।
আমরা যদি চলি তাঁর দেখানো পথে
আমরাও সামিল হব তাঁর পুণ্য রথে।
আমার দুরুদ ও সালাম তাঁর নিকট পৌঁছে দাও হে আল্লাহ!
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রাসূলিল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়াল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হাবিবাল্লাহ
.....................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।