www.alkawsar.com
বিতরের নামাজে তৃতীয় রাকাতে কুনূত (কুনূতের দুআ) পড়া জরুরী। এর বিভিন্ন দুআ রয়েছে। একটি হচ্ছে “”'আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা......' আরেকটি হচ্ছে 'আল্লাহুম্মাহদীনি ফীমান হাদাইত্......' এবং এ ধরনের আরো দুআ রয়েছে। বিতরের নামাজে এর যেকোন একটি দুআ পড়া যায়। বরং কুরআন-হাদীসের যেকোন দুআ পড়ার দ্বারাও কুনূতের ওয়াজিব আদায় হয়ে যাবে।
কেউ কেউ প্রথম দুয়াটিকেই একমাত্র দুআ মনে করে। তাদের ধারনা এই দুআ ছাড়া কুনূত আদায় হয় না। এই ধারনা ঠিক নয়। যেকোন মা'ছুর বা মাসনুন দুয়ার দ্বারা ওয়াজিব আদায় হয়ে যায়।
সূত্রঃ মাসিক আলকাউসার , মার্চ-২০০৯, পৃষ্ঠা-৩০।
আরও পড়ুনঃ প্রচলিত ভুলঃ ‘বিসমিল্লাহ ’ও ‘দরূদ’ অশুদ্ধ বা অসম্পূর্ণ বলা ও লেখা!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।