আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে মুগ্ধ করা কয়েকজন অসাধারন ফুটবলার

god's greatest creation is human and human's greatest creation is football পৃথিবীর ইতিহাসে অনেক প্রতিভাবান এবং ভালো ফুটবলার এসেছেন - এখনো আসছে । তাদের কারো হয়ত গোল স্কোরিং দক্ষতা ভালো , কারো পাসিং ভালো , কেউ আবার খুব ভালো ড্রিবলিং করতে পারে , আবার অনেকে ডিফেন্সিভ দিক থেকে বিশ্ব সেরা । তাদের কে লেজেন্ড হিসেবে ধরা হয় । তবে প্রত্যেক যুগেই কয়েকজন এমন ফুটবলার আসেন যারা শুধু প্রতিভাবানই নন , তারা সাধারন মানুষকে entertain করে । তাদের খেলা দেখে মানুষ তৃপ্ত হয় ।

সবার কথা বলতে পারলাম না তবে আমি কয়েকজন প্লেয়ারের খেলা দেখে খুব বেশী মুগ্ধ হই বা হয়েছি । দিয়েগো ম্যারাডোনা - তার খেলা সরাসরি টিভিতে দেখার সৌভাগ্য আমার হয় নি । যা দেখার Documentary বা ইউটিউবের কল্যাণে দেখতে পেরেছি । তাছাড়া খেলার চ্যানেলগুলোতে অনেক সময় তার জীবনী নিয়ে অনুষ্ঠান করে । ওগুলো দেখেই যেভাবে মুগ্ধ হই , লাইভ দেখলে যে কি হত কে জানে ।

তার স্কিলগুলো ছিল অসাধারন । সেই সাথে ছিলো চরম স্পীড । বিপক্ষ দলের প্লেয়ারদের খুব সহজেই বোকা বানিয়ে বল নিয়ে এগিয়ে জেতেন । তিনি হয়ত শত শত গোল করেন নি ঠিকই কিন্তু যতগুলি করেছেন , প্রায় সবগুলো ছিল অসাধারন । তার ফ্রি কিক নেয়ার দক্ষতাও ছিলো অসাধারণ ।

ফুটবল পিচের বাইরে অসংখ্য বিতর্কের জন্ম দিলেও যখন যখন ফুটবল পিচে থাকতেন তখন নিজের সর্বোচ্চ চেষ্টা করতেন মানুষকে বিনোদন দেয়ার জন্য । সাধারন মানুষের কাছে তিনি আজো ফুটবলের দেবতা । জিনেদিন জিদান - বলা হয় " ফর্ম ইস টেম্পরারী , বাট ক্লাস ইস পার্মানেন্ট " , কিন্তু তার ক্ষেত্রে বলতে হয় " ক্লাস অ্যান্ড ফর্ম বোথ আর পার্মানেন্ট । তার খেলাও আমি লাইভ বেশী দেখতে পারি নি , কিন্তু যা দেখেছি তাই যথেষ্ট এই বলার জন্য "" ইতিহাসের সর্বকালের সেরা ৩ জন প্লেয়ারের মধ্যে তিনি একজন "" . কোন টীমের সাথে ম্যাচ ছিলো মনে নাই , তবে একটা কাহিনী এখনো মনে আছে । ফ্রান্সের হয়ে জিদানের একটা ম্যাচ ।

একজন ডিফেন্ডার জিদানকে বলটা বাড়িয়ে দিলেন । বল পেয়ে জিদান আস্তে আস্তে সামনে এগিয়ে গেলেন । খুব আলসে ভাব নিয়ে midfield circle ক্রস করলেন । প্রতিপক্ষের একজন প্লেয়ার press করার জন্য এগিয়ে আসলো । তখনই যেন দুনিয়ার সব তেজ তার মধ্যে চলে এলো।

হাল্কা স্টেপ ওভার করে তাকে বিট করলেন । পরবর্তি প্লেয়ার যখন আসলো তখন এক অবাক কান্ড করলেন । বলটাকে নিয়ে পুরো ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেলেন । আমি তো অবাক , চেয়ে দেখি প্রতিপক্ষের সব প্লেয়াররাও অবাক । এরকম স্কিল শুধু জিদানের দ্বারাই সম্ভব ।

তখন মাদ্রিদ , বার্সা বুঝতাম না , তবুও জিদানের জন্য রিয়ালের কিছু খেলা দেখতাম । তার সম্পর্কে একটা কথাই বলতে চাই , " Football is a beautiful game , because you have played this game " ‎#boss. রোনালদিনহো -- গোল , এসিস্ট , স্কিল মুভস , ড্রিবলিং সব কিছু মিলে একটা perfect package . one of the greatest footballer ever. তিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবলার দের মধ্যে একজন . একাই একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা ছিল তার । দিয়েগো ম্যারাডোনার পরে প্রথম এবং শেষ খেলোয়ার হিসেবে বার্সেলোনা প্লেয়ার হয়েও মাদ্রিদের মাঠ থেকে স্ট্যান্ডিং অবেশন পান । তার সোলো রানগুলো অসাধারন । তার সম্পর্কে কিছু লেখার মত নেই ।

যে তার খেলা দেখে নাই তার মত দুর্ভাগা আর নেই । only thing to say : boss of all bosses . আন্দ্রেস ইনিএস্তা -- মেসি , রোনালদো যতই গোল দেয় না কেনো , আমার কাছে সবচেয়ে ভালো লাগে ইনিয়েস্তার খেলা দেখতে । গোল , এসিস্ট বা ট্রফির সংখ্যা দিয়ে তাকে judge করা সম্ভব নয় । তার খেলা দেখলে আলাদা তৃপ্তি লাগে । তার বল টাচগুলা অসাধারন।

soft touch নিয়ে প্লেয়ার বিট করে চলে যান । আমার মতে পৃথিবীর সেরা সে lobbed through ball দাতা । তার সম্পর্কে একটা কথাই বলতে পারি ঃ the silent killer . ‎#TheDon . আমি তুলনামূলকভাবে নব্য ফুটবল ফ্যান । আমি যাদের খেলা দেখেছি তাদের মধ্যে যাদের ভালো লেগেছে তাদের নাম দিয়েছি । জর্জ বেস্ট , ইয়হান ক্রুইফ , আন্দ্রেয়া পিরলো এদের নামও specially mention করছি ।

তাদের সম্পর্কে বেশী লেখার মত আরও ধৈর্য আমার নাই । আর পেলে কে না রাখার কারণ হলো তার খেলা আমি বেশী দেখি নাই । আর মেসি রোনালদোর নাম দিলাম না , এর ব্যাখ্যা তাদের খেলা দেখে ভালো লাগে ঠিকই কিন্তু আগে যাদের না বলছি তাদের মত না। ভুল ত্রুটি থাকলে মাফ করবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.