আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা প্রশ্নে দিগভ্রান্তদের বলছি

পরিবেশ শুধু ঘোলাটেই হচ্ছে, যেইনা একটু স্বচ্ছ হতে গেল অমনি ঠ্যাঙ্গা মেরে আবার অরাজকতা আর অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দেয়া হচ্ছে! ইসলাম কি দেশকে ভালবাসতে বলেনি? দেশপ্রেম ঈমানের অঙ্গ নয় কি? তবে আপনাদের এ কোন ধর্ম শুনি? যেসব জ্ঞ্যান পাপী ধর্মের বিধিবিধান জেনেও দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে তাদের ঈমান নিয়ে আমি সন্দিহান। আরে নাদান ওরা না হয় না জেনে পাপ করছে(!) আর যারা জেনে শুনে ঈমান দুর্বল করছে তাদের শাস্তির মাত্রা তো ভালই জানেন আপনারা তাই নয় কি? দেশকে ভালবাসা যদি পাপ হয় তবে আমরা পাপকেই ভালবাসলাম, যদি ইসলামে আপনাদের বিশ্বাস থেকে থাকে তবে নিশ্চয় হাশরের ময়দানের কথাও মনে রাখবেন। জানি সরকার তামাশা করছে, তাই বলে স্বচ্ছ বিচার আর যদি কিন্তু অব্যয়ের অজুহাতে আপনি চিহ্নিত রাজাকারদের বিচার বন্ধের দাবী কররে পারেননা। আমার সোজা হিসেব একটা, সরকার যদি বিএনপির নেতাদের বা জামাতের নেতাদের শাস্তিও দেয় ওরা যে রাজাকার এটা আপনি মানবেন না? অবশ্যই মানবেন। হলে হোকনা রাজনৈতিক প্রতিহিংসার বলি, চিহ্নিত রাজাকারই তো মরবে, আওয়ামীলীগ যদি তাদের ঘারানার কোন চিহ্নিত রাজাকারকে শাস্তি না দেয় তবে নিশ্চয় আবার একি ভাবে বিএনপি সরকারে এলে তাদের বিচার করবে। সোজা কথা মরবে তো রাজাকারই। স্বাধীনতা বিরোধী শত্রুরা। যদি আপনাদের মাঝে স্বাধীনতার ন্যূনতম চেতনা থাকে তবে কখনোই আপনি রাজাকারের বিচার নিয়ে আমতা আমতা করতে পারেননা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.