আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক অর্থনৈতিক চাল-চিত্র ও বি পি এল : এক নজিরবিহীন অসামানজস্যতা

দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। ব্যাংক গুলো সময়মত এল সি পেমেন্ট করতে পারছেন না। ডলারের দাম হু হু করে বাড়ছে। পদ্মা সেতুর অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। শেয়ার মার্কেট ধ্বংসের দ্বারপ্রান্তে।

বৈদেশিক বিনিয়োগও প্রায় বন্ধ। মুদ্রাস্ফীতির চাপে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এমতাবস্থায় বি পি ল এর আয়োজন দেখে খুবই অবাক হচ্ছি। একটা বিষয় পরিস্কার- সরকারের কাছে টাকা নাই, ব্যংকেও অর্থসংকট কিন্তু কিছু ব্যবসায়ীর হাতে প্রচুর নগদ অর্থ মজুদ আছে। আমি যতটুকু বুঝি তা হলো, এই নগদ অর্থ কি কোনভাবে দেশের অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো যায় না??? বি পি লে অর্থায়ন আমাদের কি কাজে আসবে?? কাড়ি কাড়ি ডলার দিয়ে দল কেনা, বিদেশি খেলোয়ার কিনা এসব কতটা ক্রিকেটের স্বার্থে- তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

খোদ ভারতেই আই পি এল এর কার্যকারিতা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। বিদেশের মাটিতে পর পর দুটো টেষ্ট সিরিজে whitewash হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা ব্যপক সমালোচনার মুখে পড়েছে। অনেকেই অতিরিক্ত T20 খেলা বিশেষ করে আই পি এল কে এর জন্য দায়ী করছে। আমাদের ক্রিকেটের কর্তা ব্যক্তিরা কি এসব খোজ খবর রাখেন না?? সরকারের উচিত debenture ছেড়ে বা অন্য কোন উপায়ে উদ্ধৃও অর্থ সংগ্রহ করে দেশের অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো। পি পি পি এর মাধ্যমে দেশের অভ্যন্তরীন উৎস থেকে কি কিছু অর্থ সংগ্রহ করা যায় না?? finance এর বিষয়ে আমি খুব ভালো জানিনা।

যারা এই বিষয়ে ভালো জানেন, তাদের অভিমত আশা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.