আপাতত ঘুরপাক খাচ্ছি! কতটুকু আড়াল হলে হাসবে আততায়ী হাসি, ঠিক কত দূরে চলে গেলে খুঁজবে না দীপ জ্বেলে। আজকে যে যুবক জোছনা সাজিয়েছে তোমায় পরিপাটি কাল সে ক্ষয়ে যাওয়া চাঁদে হারাবে আলোক প্রভা কেড়ে নিবে রূপসুধা অলংকৃত উপাধী। আজকে যে বহতা নদীর স্রোতবানে ব্যাকুল চিত্ত কাল সে ভাটার টানে মজা গাঙরূপ হাঁসফাঁস মৎস্য জীবন দুই তীরে বিরানভূমি হারিয়ে সবুজ। ছবিঃ নিজস্ব এ্যালবাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।