পুলিশের বর্তমান মহাপরিদর্শক যখন র্যাব এর প্রধান ছিলেন তখন তথাকথিত ক্রসফায়ার/বন্দুকযুদ্ধে সারাদেশে অনেক সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছেন। সব ঘটনায় শান্তভঙ্গিতে হাসান মাহমুদ খন্দকার বলেছেন, সন্ত্রাসীরা গুলি করলে আমরা কি চুপ করে থাকবো? যদিও তাদের তথাকথিত বন্দুকযুদ্ধ তো এখন সবারই জানা। র্যাব এ বিচারবহিবর্ভূত হত্যাকান্ডে হাত পেকেছে তার! রক্তপিপাসু হয়েছে মন!! তারই উদাহরণ দেখলাম হাসান মাহমুদ খন্দকাররে পুলিশ এর সবশেষ বর্বরতায়। ৩০শে জানুয়ারির মিছিলে ঝরলো চারটি তাজা প্রাণ। ওরাও কি সন্ত্রাসী ছিলো মি. হাসান মাহমুদ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।