আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই যশোরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, যেখানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অধিকার লংঘিত হয় সেখানে সাধারণ মানুষের অধিকার কোন পর্যায়ে তা বলার অপক্ষা রাখে না। সরকার জাতীয় মানবাধিকার কমিশন গঠন করে কোন কাজ করতে না দিয়ে একে কাগুজে বাঘ করে রেখেছে। সিলেট কারাগারে কমিশনের চেয়ারম্যানকে প্রবেশ করতে না দিয়ে আইজি প্রিজন যে অপরাধ করেছে তার একটাই শাস্তি অপসারণ। অথচ সরকার সে বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে মানবাধিকার কমিশন সম্পর্কে নিজেদের নেতিবাচক মনোভাবের পরিচয় দিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে সিলেট কারাগার পরিদর্শন করতে না দেয়ার প্রতিবাদে এবং আইজি প্রিজনের অপসারণ দাবিতে গতকাল মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানবাধিকার সংগঠন রাইটস যশোর এই মানববন্ধনের আয়োজন করে। এতে সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র), সচেতন নাগরিক কমিটি (সনাক), নীরববন্ধন ক্রীড়াচক্র, উদীচী যশোর, বিবর্তন যশোর, মহিলা পরিষদ, আইইডি, যশোর ফিল্ম সোসাইটি, অর্পনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকার মুখের কথা নয়, এটাকে বাস্তবায়নে আন্তরিক হতে হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।