আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা (খসড়া)

কবিতা (খসড়া) আধিভৌতিক অন্ধকারে দেশলাই জ্বালাই সিগারেট খাই মৃত্যু অতিক্রম করি তারপর আর কিছু নাই আগত অপরাহ্ন যেন বা সাগর যেখানে পৃথিবী সমুজ্জ্বল পাহাড় আর, সমস্ত জ্ঞাত এবং অজ্ঞাত সকল দৃশ্যমান অতি নিকটের অথবা, ছোঁয়াহীন বহুদূরের... সকলেই বিশ্রামে রত কোথাও কোন ভগ্ন হৃদয় নাই যারা চলে গেছে যাক কে কাকে ভাবায় ভাবাক আমার ভাবনা নাই। বহু চর্চিত নাট্যশালা হতে রাত্রি ধাবিত হয়ে দেয়ালে দেয়ালে বাঁধা পায়, ধাক্কা খায়... আমি আবিষ্কার করি আমাকে একটি চোখের মধ্যিখানে নিজেকে অনুসরণ করি বিপুল শূন্যতায় আমি থামি, যেতে চাই স্থবির হয়ে যাই স্থবির হয়ে যাই। কে কাকে কি বলে শুনি না আমার কথাও কিছু বলি না শুধু ভাবি, পৃথিবীতে কোন মগজই মরে নাই। মন্ত্র আওড়াই সূর্য, চন্দ্র, ঘাস, আগুন, পানি, বাতাস ইত্যাদি ইত্যাদি আর অকল্পনীয় রং স্বপ্নীল হাঁস... বোকা ছেলে কি কি পেলে তাই ভেবে দেখ পাওনি কি, দেখ দেখি ফের কেন বলে? ‘ভাই আপনি অভিভাকত্ব ফলাবেন না; ভালোবাসা টালোবাসা কিছু নাই রে-’ বলে, এক উন্মাদ ছুটে যায় ভোঃ সভ্যতা টলে ওঠে কি? পিতামহদের রাত্রি খুঁজি খুঁজি স্বেদ, রক্ত, অপবিত্র যতকিছু আছে আর উলুবনে মুক্তা ছড়াই। মূলতঃ কিছুই হারায় না সব ফিরে আসে ভবিষ্যৎ ও অতীত, বর্তমানে। নিকতাত্মীয়ের অন্তেষ্টিক্রিয়া শেষে বোধিপ্রাপ্ত হই সহসাই বোঝা যায় মৃত্যুর পরে মানুষ খোলস পাল্টায় সাপ... বিনিময় পত্র হাতে নিয়ে বসে থাকে ভ্যাবাচ্যাকা, স্মৃতিকাতর। এ আর নতুন কি! বরং পুরোনো কথাই বল আলোচনা হোক দীর্ঘ ভোলা অতীত। বয়ে চলা এবং থমকে থাকা দিনে প্রেমের সাথে তার পুরনো পরিচয় তবু তোমার গতিবিধি, কোথা থেকে কোথা আস তুমি ফের কোথা যাও? আমাকে জানাও। “আমি” থেকে বের হতে চাই আমাকে বাঁচাও ভাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.