Student : B.Sc in EEE
[চিত্রঃ রংপুর কারমাইকেল কলেজ শহীদ মিনারের নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়াল ইসলামী ছাত্রশিবির কর্মীরা গুঁড়িয়ে দেয় -]
রংপুর কারমাইকেল কলেজে শহীদ মিনারের নিরাপত্তা বেষ্টনীর ২০০ ফুট নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দিয়েছে ইসলামী ছাত্রশিবির ক্যাডাররা। গতকাল রোববার ভোরে শিবির ক্যাডারা এঘটনাটি ঘটিয়েছে বলে জানানো হয়। রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীপ কেন্দ্র নাথ দাস জানান, গত শনিবার ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি পলাশ তাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেছিল শহীদ মিনারের চারদিকে নিরাপত্তা বেষ্টনী দেয়া যাবে না। কারণ সেখানে তাদের টেন্ট রয়েছে। শুধু তাই নয় তাদের কথা না শুনলে নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দেয়া হবে বলে হুমকি প্রদান করে।
অধ্যক্ষ জানান, শিবির এ কাজ করেছে এ জন্য তাদের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় তিনি নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে শহীদ মিনারের নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দেয়ার প্রতিবাদে গতকাল দুপুরে ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ বক্তব্য রাখেন ছাত্রলীগ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফকরুল হাসান নিউ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে ছাত্রশিবিরকে কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
অপরদিকে কারমাইকেল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক দীপ কেন্দ্র নাথ দাস সন্ধায় জানান, মামলা দায়ের করার পর থেকে শিবির ক্যাডাররা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে রংপুর রেজ্ঞের ডিআইজ বিনয় কৃষ্ণ বালার সাথে তিনি টেলিফোনে কথা বলার পর ডিআইজি কলেজের ছাত্র ছাত্রীদের নিরপত্তা বিশেষ করে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রংপুরের পুলিশ সুপারকে লিখিত ভাবে নির্দেশ প্রদান করেছেন। কিন্তু তার পরেও ক্যাম্পাসে কোন পুলিশ দেয়া হয়নি। বরং বুক ফুলিয়ে তার সামনেই ঘুরে বেড়াচ্ছে বলে জানান অধ্যক্ষ।
পত্রিকায় খবরটি দেখুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।