রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের তিন দিন ধরে কর্মবিরতি অব্যাহত থাকায় রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ টিমের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার কথা বলা হলেও দুপুরের পর থেকে কোনো চিকিৎসকের দেখা পাচ্ছেন না রোগীরা। এদিকে চিকিৎসকদের দাবি পূরণেও কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যায়নি। সরেজমিনে এক রোগীর স্বজন আজিজুল হক বলেন, তার ভাইকে সোমবার সন্ধ্যায় ভর্তি করা হলেও কোনো চিকিৎসক আসেননি। সকালে একজন চিকিৎসক এসে রোগীর অবস্থা জিজ্ঞেস করে চলে যান। বিকাল পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবদুস সালাম বলেন, চিকিৎসকরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন। ইন্টার্নি চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার পরও তারা কাজে যোগ না দেওয়ার বিষয়টি দুঃখজনক। ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিজু আহমেদ বিপ্লব বলেন, মালামাল উদ্ধার ও জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।