ঢাকার বাইরে আমার এই প্রথম আসা।
এই এক মাস ধরে রংপুরে আছি।
রংপুর থেকে সামুতে এটা আমার প্রথম পোষ্ট
এখন আসি রংপুরের কথায়!!
১। জায়গাটা ভালোই থাকার জন্য। কোন প্রকার দূষন নাই।
আছে শুধু সারি সারি অটো রিকসা!!!
২। পানিটা অনেক ভালো ঢাকার থেকে!!!এবং এখানে আপনি হোটেলে টিউবওয়েল এর পানি পাবেন এবং এর জন্য আপনাকে কোন টাকা দিতে হবে না!!
৩। হোটেল বলতে হাতে গোনা কয়েকটা হোটেল:বৈশাখি,চাদনী,কস্তুরী।
আর চাইনীজ এর মধ্যে আছে:ট্রিংকেন,সিসিলি
দামটা কম। ১০০ টাকায় আপনি এখানে কাচ্চি অথবা চিকেন খেতে পারবেন পেট ভরে।
আর চাইনীজ এ দুই জন ৭০০-৮০০ টাকার মধ্যে অনেক কিছু খেতে পারবেন।
আর রংপুরে আসলে অবশ্যই এখানকার হোটেলগুলোতে খিচুরি উইথ ঢাল খেতে ভুলবেন না!
ঘোরার মতো জায়গা হলো তাঝহাট জমিদার বাড়ি এবং ভিন্নজগত নামের দুইটা জায়গা।
শপিং মল গুলার অবস্হা খুবই বাজে!কিছ্ছু পাওয়া যায় না!!
এখন আসি শীতের কথায়!
রংপুরে আসার পর থেকে আমার সর্দি লেগেই আছে
এখানকার সূর্যি মামাকে ও ট্রাস্ট করা যায় না!
দেখলেন বাইরে রোদ,এই ভেবে জ্যাকেট ছাড়াই বের হলেন,বুজবেন ঠেলা
মোটকথা রংপুর বাংলাদেশের সাইবেরিয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।