আমাদের কথা খুঁজে নিন

   

একটু পরামর্শ দিবেন প্লিজ.....সিদ্ধান্ত নিতে পারছি না.....

... আমি পরপর দুটি জব ছেড়ে গত ৬ মাস ধরে পূবালী ব্যাংকের একটি ভীষন ব্যস্ত শাখায় জুনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত আছি (যদিও এখন পর্যন্ত ক্যাশে তেমন বসতে হয়নি)। বেতন কনসোলিটেড ১৫০০০/- টাকা। ব্যাংক থেকে বের হতে গড় সময় রাত ৯ টা। এত কাজের চাপে লেথাপড়া তেমন করতে পারছি না। শুনতেছি সম্প্রতি বেতনটা একটু বাড়বে।

আর এর মধ্যে জনতা ব্যাংকের এসিষ্টেন্ট এক্সিকিউটিভ অফিসার (টেলার) (অন্য সরকারী ব্যাংকে যাকে বলে অফিসার রাঙ্ক) নিয়োগপত্র হাতে এসেছে। সেখানে ৮০০০/- ব্যাসিক সর্বসাকুল্লে ১৫০০০-১৬০০০/- টাকা আসার কথা। এবং আমার জানা মতে ৩ বছরেই সেখানে সিনিয়র অফিসার পদে যাওয়া যায়। আর পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার থেকে অফিসার হতে সময় লাগে মিনিমাম ৪ বছর। আর সেখানে ক্যাশ টা পদের সঙ্গে লেগেই থাকে।

বের হওয়ার সম্ভাবনা কম । আর জনতা ব্যাংকে ক্যাশ থেকে বেরহবার সম্ভাবনা অনেক বেশী। যেমন বর্তমানে অগ্রণী ব্যাংকে কোনো ক্যাশ অফিসার পদে নিয়োগ না দিয়ে ৩ বছর কাজ করিয়ে জেনারেল ব্যাংকিং এ নিয়ে আসবে এমন ভাবে বিজ্পতি দিয়ে নিয়োগ হচ্ছে। এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না। সরকারী ব্যাংক বলে কেউ কেউ বলছেন জনতা ব্যাংকে যেতে...সেখানে কাজের চাপ কম থাকবে সেই সঙ্গে অন্যান্য ডিগ্রীও নেয়া যাবে।

আপনাদের সুপরামর্শের জন্য অপেক্ষা করছি। দয়া করে কোনো অভিজ্ঞ ব্যাক্তিগণ পরামর্শ দিবেন প্লিজ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.