মুক্তিকামী
ওরে নবীন, নয়ন খোল আজি
দেশের তরে, জাতির তরে
বিলিয়ে দে তোর শ্রমটাকে।
অবুঝ এই শিশুটাকে
ঘুণেধরা এই সমাজটাকে
একটু শাসন কর।
সমাজ যে আজ ঘোর অতলে
দূর্নীতিরই চরণ তলে
এর তরে একটু হাল ধর।
উড়িয়ে দে তোর বিজয় কেতন
মাতিয়ে উঠরে বীরের মতন
অন্ধকারের সমাজটাকে
একটু আঘাত কর।
বিপদকে তুই তুচছ করে
সকল ত্যাগ স্বীকার করে
একটু এগিয়ে চল ।
তোষামোদের সমাজটাকে
ধ্বংস করনা মন্ত্র পড়ে।
দেখিয়ে দে তোর ন্যায় শাসন
গণতন্ত্রের হে অগ্রনায়ক।
মৌলবাদীর মিথ্যা বাধা
তুচছ করে দুনিয়া সাজা,
স্বৈরাচারীর রাজ্য শাসন
রুখে দে তুই বীরের মতন।
মুক্তির নেশায় মাতিয়ে রাখ তুই
তোর সাথে ছুটবে সবাই।
শিখিয়ে দে তোর সাম্যের বাণী
ওরে তোরা যে মুক্তি কামী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।