আমি চিরন্তণ মুক্তিকামি আপনিই মুক্তিকামী । মুক্তিকামীর কোন ফিজিক্যাল এক্সিসট্যান্স নেই । মুক্তিকামী আপনার চেতনা, আপনারই সত্ত্বা । মুক্তিকামী আপনারই অস্তিত্বে । হ্যাঁ, আপনার মাঝেই মুক্তিকামী বাস করে ।
আপনার মত আর দশটা মানুষও মুক্তিকামী । সদ্য জন্মানো শিশুটাও মুক্তিকামী । সেও মুক্তির স্বাদ পেতে চায় । তার মুক্তি মা বলে ডাকতে পারার মাঝে । বাবাকে জাপটে ধরার মাঝে ।
পৃথিবীটা এক মুহূর্তে দেখে নিতে । বয়সের সাথে পূর্ণতা পায়, পরিপক্কতা পায় তার চেতনা । নিজের শেকড় খুঁজে নেয় সে । একটু বড় হলে মুক্তিচায় গদবাঁধা পড়াশুনা থেকে । মুক্তিচায় পারিবারিক বিধি নিষেধ থেকে ।
পছন্দের মানুষটির সাথে কাটাতে চায় নিড়িবিলি কয়েকটা ঘণ্টা । প্রেমিক জাপটে ধরতে পায় প্রেমিকাকে । জড়িয়ে ধরে চুমু খায় । মুক্তি চায় ছন্নছাড়া জীবন থেকে । বেকারত্বের নাগপাশ থেকে মুক্তি চায় ।
মা এখন মুক্তিচায় । তাঁর মুক্তিকামী সত্ত্বা জেগে ওঠেছে । ছড়িয়ে গেছে তার সন্তানদের মাঝে । মুক্তিকামী মায়ের মুক্তিকামী সন্তান । মা মুক্তি চায় স্বাধীনতা বিরোধি অপশক্তি জামাত শিবির ও তাদের দোসর দের কাছ থেকে ।
মা বাঁচতে চায় লেবাসধারী ধর্মব্যবসায়ীদের কাছ থেকে । মা আজ ক্ষতবিক্ষত । মায়ের বুকে আজ অপশক্তির ধারালো নখের আঁচড় । মায়ের শাড়ির আচল ছিঁড়েছে জামাত শিবির । শহীদমিনার ভেঙেছে ।
মায়ের মুক্তিকামী সন্তানদের হত্যা করছে । আঘাতের পর আঘাতে জর্জরিত মা । রক্তাক্ত তার মানচিত্র, শাড়ির আচল । মা আজ মরতে চলেছে ।
না, মায়ের কিছু হতে দিবে না, তার সদাজাগ্রত সন্তান ।
তারা আর চুপ করে নেই । জালিমের বিরুদ্ধে জাগ্রত হয়েছে মুক্তিকামী সন্তান । রাগে ফুসছে তার মুক্তিকামী সন্তান । হাজারো মুক্তিকামী আজ ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে দিয়েছে মুক্তির বার্তা । মায়ের সম্ভ্রমহানীর প্রতিশোধ নিয়েই তারা ক্ষান্ত হবে ।
তাদের চোখে জ্বলজ্বল করছে মুক্তির আগুন । দ্রোহের আগুনে অঙার হবে জামাত শিবির । বিদ্রোহীরা জেগে ওঠেছে । শহীদেরা ওঠে এসেছে । বাংলার মাটি থেকে জামাত শিবিরের আস্তানা গুড়িয়ে দিয়েই তারা ক্ষান্ত হবে ।
নিরপেক্ষতার নামে যার চুপ করে আছেন, তারা আসলে জামাত শিবিরকেই সমর্থন করছেন । ধিক্কার আপনাদের । এখনও সময় আছে । জেগে ওঠুন । জামাত শিবির প্রতিহত করুন ।
তাদের রুখে দাঁড়ান । জয় বাংলা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।