আমি অবাক চোখে বিশ্ব দেখি, দৃশ্য সাজাই চোখের তারায়......
জানালার ফ্রেমে আঁটা
বহুতল দালানের ছবি
সে ছবিতে নেই আহা
আকাশের ছোয়া
পাথুরে সবুজ সব
নেই তো সবুজ কোন
আছে শুধু কালো কালো ধোয়া।
চারটা দেয়াল ঠিক
প্রহরী হয়েই যেন
ঘরটার সব দিক জুড়ে
দাড়িয়ে রয়েছে, আমি
বন্দি তাদের মাঝে
সুখ নেই এ হৃদয়পুরে।
শুনি না পাখির গান
শুনি না নদীর গান
কলের আওয়াজ কানে
বেজে যায় যন্ত্রণা হয়ে
ব্যস্ত কাজের চাপে
সুখহীন এ জীবন
হতাশায় যায় ক্ষয়ে ক্ষয়ে।
এ জীবন চাই না তো
চাই শুধু সুখ আর শান্তি
পাখিদের গান শুনে
মুছে যাবে আছে যত কান্তি।
আকাশের নীলিমায় নিজেকে হারিয়ে নিজে
থমকিয়ে একা পথে দাড়াবো
নদীর স্রোতের টানে
হৃদয়টা আনন্দে নাড়াবো।
বন্দি জীবন ছেড়ে
সবুজের সমারোহে
বেদনাকে মাড়াবো
স্বপ্নে রঙে আঁকা
নগরীতে আমি একা
সব কিছু ভুলে গিয়ে হারাবো।
সে জীবন কই পাবো
জানো কি তা কেউ?
জানো যদি আমাকেও
সাথে করে নিয়ে যেও
ভালো আর লাগে না তো
ইট কাঠ নগরীর নিরাশার ঢেউ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।