আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা আজি এ প্রভাত রবির কর কেমনে পশিল প্রনের 'পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রান।। প্রভাতপাখির গান শুনিয়া হয়ত রবিন্দ্রনাথের প্রান খানি জাগিয়া উঠিত। কিন্তু এখন যুগ বদলিয়াছে। এখন আর প্রভাত পাখির গানে ঘুম ভাঙ্গে না। এখন ঘুম ভাঙ্গে ককটেল ফাটার শব্দে। এই সময়ে কবিগুরু বাঁচিয়া থাকিলে হয়ত লিখিতেন....... কেমনে পশিল গুহার আঁধারে ককটেলফাটার গান ! না জানি কেনরে এতদিন পরে চমকিত হইল প্রান।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।