আমাদের কথা খুঁজে নিন

   

কবিগুরু

হে গুরুদেব শ্রদ্ধার্ঘ তোমায় পুলকিত মনে রাজ্যের বিস্ময়ে। কেমন করে সৃজিলে তুমি এমন ই কাব্য ধারা অবাক হয়ে ভাবি ভেবে হই দিশেহারা। কেমন করে সৃজিলে তুমি,এত বিরহের গান! তোমার মনে ও কি ছিল ব্যথা পর্বত সমান। কেমন করে সৃজিলে তুমি গদ্যে পদ্যরাগ বিস্ময়ে এ শির নত হয়ে আসে চিত্তে অনুরাগ । তুমি যে গুরু অজস্র কবির, বাংলা ভাষার প্রাণ সবকিছুতে গেয়ে ওঠি যেন তোমারই লেখা গান । তোমার কবিতা নিক্কন আনে, তোমারই গানে প্রেম আনন্দ দানে হতাশারে তুমি দিয়েছো সরিয়ে, গানের সুরে কাব্য করে । হে গুরুদেব স্মরি তোমারে পরম শ্রদ্ধায় প্রনাম করে। অমরকীর্তি গড়েছো তুমি হয়েছো সুমহান; তোমায় নিয়ে গর্বে আমি সদাই নত প্রাণ। এই বাংলার শ্রেষ্ঠ তুমি চির উন্নত এক শির যুগ যুগ ধরে জেগে আছ তুমি বিজয়ী যুধিষ্ঠীর। ----------------------------- উৎসর্গ ঃ-প্রিয় কবি কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.