পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।
রবীন্দ্রনাথ কে আমরা কতটা জানি ? তিনি কি কেবল কবি, লেখক , সঙ্গিতজ্ঞ নাকি আরও কিছু ? শিল্প সাহিত্যের কোথায় নেই তিনি? কিন্তু এর বাইরে তিনি একজন সফল পল্লী সংগঠক ছিলেন না ? শিলাইদহ , পতিসর ও শাজাদপুরের বিপুল জনগোষ্ঠীর জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠাই তিনি যথেষ্ঠ মনে করেননি , স্বয়ং ডাক্তার হিসেবে চিকিৎসা সেবাও করেছেন যা আমাদের অনেকের কাছেই অজানা
এ নিয়ে আমার লেখা ইত্তেফাক ছেপেছিল ২৮ এপ্রিল ২০০০ তারিখে । লেখাটি পড়ার জন্য ক্লিক করুন এখানে:
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।