মেনর কিবতা েলখা হেয় উেঠ না কােজর চােপ । কবিগুরু রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্ঠ নারী চরিত্রগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য একটি হলো চারুলতা। ১৮৭৯ সালের প্রেক্ষাপটে উচ্চবিত্ত এক বাঙালি পরিবারকে ঘিরে রবীন্দ্রনাথ রচনা করেন ’নষ্টনীড়’ গল্পটির। স্বামীর অবহেলায় নিসঙ্গ এক নারীর গল্প। তার এ গল্প অনুসারে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মান করা হয়েছে।
সাইফুল ইসলাম মাননুর পরিচালনায় এ চলচ্চিত্রটির নাম ‘চারুলতা।
রবীন্দ্রনাথের ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে তারই গল্প ‘নষ্টনীড়’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চারুলতা’ ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইতে। ৮মে মঙ্গলবার বেলা ২টার সংবাদের পর ছবিটি প্রচারিত হবে। ডিজিটাল ফরমেটে নির্মিত এ ছবিটির দৈর্ঘ্য ১০৪ মিনিট। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, মিতা নূর, সজল, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
টিভি পর্দায় ওয়াল্ড প্রিমিয়ারের পর ছবিটি একযোগে মুক্তি পাচ্ছে রাজধানীর স্টার সিনেপে¬ক্স ও বলাকা সিনেওয়ার্ল্ডে।
পরিবারের কর্তা ভূপতি বিশুদ্ধ রাজনৈতিক চিন্তায় অনুপ্রাণিত হয়ে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। বাড়িতেই পত্রিকার অফিস খুলে বসেন। দিন রাত কেবল পত্রিকার কাজেই ব্যস্ত থাকেন। অন্যদিকে সদ্য যৌবনে পরিণত হওয়া তার স্ত্রী চারুলতা স্বামীর ব্যস্ততায় নিসঙ্গ হয়ে যান।
স্বামী ভূপতিও স্ত্রীর স্বাদ আহলাদের প্রতি মনোযোগ হারান। চারুলতা’র সময় কাটে একাকিত্বে। এমন সময় তার বাড়িতে আসেন ভূপতির পিসতুতো ভাই অমল। অমল চারুকে সঙ্গে নিয়ে সাহিত্য চর্চা শুরু করেন। চারুলতার মধ্যে সুপ্ত প্রতিভার আলো ছড়িয়ে দেয়ার জন্য।
একসময় গড়ে উঠে তাদের মধ্যে ঘনিষ্ঠতা। এরপরই ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।
উল্লেখ্য অমর চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ১৯৬৪ সালে চারুলতা’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন। তুমুল জনপ্রিয় এ চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়,শৈলেন মুখোপাধ্যায়, শ্যামল ঘোষাল প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।