আমাদের কথা খুঁজে নিন

   

অনেক ঘটনা ঘটে যাওয়ার পর কলমে লেখে এ কবিতা.......

আমার জীবন একটা , একটা জীবনে একজনকেই চাই ..........তার নামটা না হয় না ই বললাম ....... অপেক্ষায় আছি নুরুল ইসলাম য়াফিক অনেক কিছু রটে গেল , ঘটে গেল তারপরেও বলবো অপেক্ষায় আছি পথহারা পথিকের মত নয় কিংবা মাঝরাতে শুনতে পাওয়া হুতুম পেঁচার ডাক অলক্ষণে মনে হয় তা । আমি থাকবো ছিলাম যেমনি করে বসে ছিল যুদ্ধে যাওয়া যোদ্ধার বধু বার বার তাকিয়ে ছিল উঠোনের দিকে আর আমি তো তাকিয়ে থাকি কাঁদা মাটি কিংবা নতুন মেকাডম দেয়া রাস্তার দিকে মনে হয় তোমার পায়ের শব্দ আস্তে আস্তে ভেসে আসছে আমার দিকে ! আমি চাইনা তোমার থেকে মন ভরা ভালোবাসা পেতে চাইনা তুমি আমার অপেক্ষায় বসে থাকো রাত থেকে রাতে , দিন থেকে দিনে আমি চাই তুমি শুধু একটি বার বলো ভালোবাসি বাসি তাই , তাই তোমাকে দিচ্ছি নড়কের জ্বালা , স্বর্গীয় সুখ তো অনেক আগেই লুটিয়ে নিয়েছে অন্যজন । সম্পাদক , ত্রৈমাসিক রংধনু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.