আমাদের কথা খুঁজে নিন

   

প্রিজন সেল থেকে (প্রথম পর্ব)

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। অনেকদিনের ইচ্ছা একটা কাহিনী কবিতা লিখব। আজ সেই ইচ্ছাতার বাস্তব রূপ দিলাম। আশা রাখি, বরাবরের মতই আপনাদেরকে পাশে পাব। আজ প্রথম পর্ব দিলাম। নিচে দেখুন - স্তব্ধ কালো এক নৈঃশব্দ্য মাখা জীবন আমার প্রিজন সেলের চার দেয়াল মাঝে গুমোট হয়ে জমে থাকা গরম বাতাস চার দেয়ালের মাঝেই ফুসে ওঠে বোবা কান্নার মত কষ্টগুলো তাও ঐ দেয়ালেই অনুরণিত দেয়ালে লেখা মোর কাব্যগুলো উপহাস করে আমায় দিনে রাতে দিন যায় কিবা রাত আসে বুঝিনা আমি অন্ধকারে লাল টিমটিমে আলোটাই যে সূর্য আমার সবসময়ে অনাহার ক্লিষ্ট শরীরে আমার রগ গুলো ফুলে ওঠে ক্রোধগুলো যেন হারিয়েছে কোথায় অজানা কোন অভিমানে। ক্ষত গুলো এতদিনে শুকিয়ে গেছে তবু দাগ গুলো রয়ে গেছে এ দাগ আমার কিছুই যে নয় মনের দাগের কাছে ৬ টি বছর তিল তিল করে যে কষ্ট জমেছে বুকে তার ই পেষণে ক্রমাগত আমি মরছি যে ধুকে ধুকে মুক্তির দিন আজ আমার তবু নেই কোন উল্লাস জীবনটাই যে কেড়ে নিয়েছিস প্রিজন সেল তুই আমার দ্বিতীয় পর্ব এখানে প্রিজন সেল থেকে (দ্বিতীয় পর্ব)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.