আমাদের কথা খুঁজে নিন

   

নারী বন্দিদের জন্য আলাদা প্রিজন ভ্যান নিশ্চিতের নির্দেশ

যৌন হয়রানি রোধে নারী বন্দিদের আলাদা প্রিজন ভ্যানে আদালতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ অন্তবর্তীকালীন এ আদেশ দেন।

এ আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন। রুলে যৌন হয়রানি রোধে দেশ্যব্যাপী নারী বন্দিদের আলাদা প্রিজন ভ্যানে আদালতে নেওয়া নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আইজি প্রিজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এস এম জাফর সাদিক তানভীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.