আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হয়ে গেল প্লাগ এন প্লে টিভির ইস্পেসাল প্রোগ্রাম ভূত লাইভ, সাথে আছি আমি গাজর খান

বাট টাকা পাই না শুরু হয়ে গেল প্লাগ এন প্লে টিভির ইস্পেসাল প্রোগ্রাম ভূত লাইভ, সাথে আছি আমি গাজর খান। আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন মতিন মিয়া। তিনি এখন আমাদের সাথে তার experience শেয়ার করবেন। সরাসরি চলে যাচ্ছি মতিন মিয়ার কাছে... ধইন্না নেন গাজর খান, শুরু করছি আমার experience. অনেকদিন আগের কথা, বান্দরবন গিয়েছিলাম বন্ধুরা মিলে। বাংলোতে উঠলাম আমরা।

তো রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি বাইরে যাই, টয়লেট ছিল না ওখানে তাই বাঁশবা...গানের চিপায় গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে লাগলাম আর গুনগুন করে গান গাইতে লাগলাম। হঠাৎ করে একটা মশা কামড় দিল আমাকে, আমি দেখলাম মশাটা আলো ছড়াচ্ছে। আমার বদনাটা ফেলে দিল মশাটা। তারপর আমাকে বলল আমি জোনাকি। আমি বললাম আমার কাছে কি চান?? জোনাকি বলল হারামজাদা আমার বাসায় আইছস প্রকৃতির ডাকে সাড়া দিতে?? আইজ থিকা যখনি তুই টয়লেটে ঢুকবি তখনি পানি শেষ হইয়া যাইব।

গাজর ভাই আজ পর্যন্ত ওই জোনাকি আমার পিছু ছারেনাই, বিশ্বাস করেন আমি টয়লেটে গেলেই পানি থাকেনা। এই ছিল আমার জীবনের ভৌতিক একটা কাহিনী। Powered By Plug N Play ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.