আমি খুব সাধারণ একজন ...
যত দিন যাই ততই যেন হতাশা বাড়তে থাকে। এখন মনে হচ্ছে কেন যে একটা সার্টিফিকেট থাকলো না!!!
খোদা দেখি কোন দিক দিয়েই কিছু দিলনা। বেশ কয়েক বছর আগে এই বিষয়টা নিয়ে মানব বন্ধন হয়েছিল, দেশের অনেক তথাকথিত বুদ্ধিজীবী এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বা মুক্তিযোদ্ধাদের অসম্মান , সাম্প্রদায়িকতা ইত্যাদি বলে অনেক ধোঁয়া তুলেছিলেন। কিন্তু এখন এইসব কি হচ্ছে দেশে??? যার একটা সার্টিফিকেট আছে সেই দেশের সব। সরকার পারে তো মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে তার ছেলে মেয়ে, নাতি, পুতি, তাদের বাড়ির গরু,ছাগল,ভ্যারা সবাইকে চাকরি ধরাই দেয়।
মাসিক ভাতা থেকে শুরু করে এহেন কোন জিনিস নাই যা সরকারেরতরফ থেকে দেওয়া হয়না। বলি মুক্তিযোদ্ধারা কি এইসব পাওয়ার আশাই যুদ্ধে গিয়েছিলো???
মেনে নিলাম দেশ স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদানের জন্য আমাদেরও তাদের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, তাই বলে কি গোটা দেশটাই তাদের দিতে হবে???
কিছু দিন আগে ২৯তম বিসিএস পরীক্ষার ফলাফল বের হয়েছে,এখানে কত জন মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। একদিন আমার এক সহপাঠী আমাকে বলেছিল"দোস্ত আমাদের কি কোন কোটা নাই"? আমি বলেছিলাম "কে বলেছে? আমাদের সব চাইতে বেশি কোটা ৪৫%, আমরা তো পাপী, আমাদের কেউ মুক্তিযুদ্ধ করেনি, তাই আমাদের জন্য ৪৫% পাপী কোটা। এখন বলত কাদের জন্য সবচাইতে বেশি কোটা??"
আমার উত্তর শুনে সহপাঠী মুচকি হেসেছিল। কিন্তু তার এই হাসির ভিতর যে কত বেদনা ভরা সেটা যদি সরকার বুঝত।
আফসস!!!!
এতদিন কষ্ট করে পড়ালেখা করে একটা সার্টিফিকেট এর জন্য হাহাকার।
এভাবে চলতে থাকলে না জানি কবে মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজন দেশটাকে দখল করে ফেলে!!!
নীরবে যে অভ্যুত্থান শুরু হয়ে গেছে। মিশর,লিবিয়াই অভ্যুত্থান চলছে,এখন দেখি অনেক আগেই আমার প্রিয় মাতৃভূমিতে নীরবে শুরু হয়েগেছে।
বিঃদ্রঃ এখানে সরকার বলতে কিন্তু আওয়ামীলীগ কে বুঝানো হয়নি। সব দলকেই বুঝানো হয়েছে।
এখন আওয়ামীলীগ আছে তাই তারা একভাবে দেশ দখল করার চেষ্টা করছে। অতিতে বিএনপি জামাত জোটও অন্যভাবে দেশ দখল করার চেষ্টা করেছিল। আসল কথা যারাই ক্ষমতাই থাকে তারাই দেশ দখলের খেলাই মেতে উঠে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।