বাংলা আমার দেশ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা বাজারে মঙ্গলবার গভীররাতে পেট্রোল ঢেলে ১১৯ বছরের পুরনো কালিমন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আসাদ নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা বাজারের ১১৯ বছরের পুরনো মন্দিরে মঙ্গলবার গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় মন্দিরের পাশের দোকানে ঘুমিয়ে থাকা। জগদীশ নামের এক ব্যাক্তি আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করতে থাকে।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে টাঙ্গাইর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
ইতিমধ্যে মন্দিরের ৪টি বড় মুর্তিসহ ছোট ছোট ১৪/১৫ মুর্তি ও পূজার প্রয়োজনীয় উপকরন পুড়ে ছাঁই হয়ে যায়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আসাদ নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। আসাদ উপজেলার ফলদা গ্রামের মুক্তিযোদ্ধা মোতালেব সরকারের ছেলে।
এব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. হারেচ আলী মিঞা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আসাদ নামে এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।