আমাদের কথা খুঁজে নিন

   

ভূঞাপুরে বাস চাপায় মা-ছেলের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস চাপায় মোটর সাইকেলের আরোহী সেনাসদস্যর স্ত্রী ও ছেলে নিহত হয়েছেন।

আজ দুপুর সোয়া একটায় উপজেলার শিয়ালখোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের জুয়েলের স্ত্রী মায়া বেগম (২৫) ও ছেলে মিরাজ (২)। এ ঘটনায় মোটর সাইকেল চালক জুয়েল গুরুতর আহত হয়েছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারেচ আলী মিঞা জানান, দুপুরে জুয়েল তার দুই বছরের শিশু পুত্র সহ স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলযোগে ভূঞাপুর যাচ্ছিল। এসময় উপজেলার শিয়ালখোল এলাকায় পৌছলে তারাকান্দিগামী একটি যাত্রীবাহি বাসা তাদের পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েলের স্ত্রী মায়া বেগম নিহত ও হাসপাতালে নেয়ার পর ছেলে মিরাজের মৃত্যু হয়।

এসময় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।