আমাদের কথা খুঁজে নিন

   

ভূঞাপুরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভূঞাপুর উপজেলার মাষ্টারপাড়া সড়ক সংলগ্ন ছাব্বিশা গ্রাম থেকে আজ সকালে এক এনজিও কর্মীর ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
 
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলার পেৌর এলাকার মাষ্টারপাড়া সড়ক সংলগ্ন ছাব্বিশা গ্রামের নুরূল ইসলামের পরিত্যক্ত ভিটেবাড়ীর জিগা গাছে কালাম উদ্দিনকে (৩৮) ঝুরন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ভুঞাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদনে্তর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
 
সে উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
 
তবে আত্মহত্যা না খুন করা হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

ময়নাতদনে্তর পর বিষয়টি জানা যাবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৮।
 
তবে এলাকাবাসী ও পরিবারের ধারনা, কালামকে টাকার জন্য খুন করা হয়েছে। কালাম স্থানীয় একটি বেসরকারী এনজিওতে হিসাব রক্ষক ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে তার কাছ থাকা নগদ টাকা  ছিনিয়ে নেয়ার পর প্রথমে তাকে শ্বাসরূব্ধ করে হত্যাকরে পরে গলায় গামছা পেছিয়ে জিগা গাছের ডালে ঝুলিয়ে রাখে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।