আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন কমিশনের ব্যবসা-বাসনা ও সাইবার স্পেসে বিটিআরসির নজরদারী: আপাত নোট

গেরিলা কথাবার্তা ১. সম্প্রতি বাংলাদেশের নির্বাচন কমিশন মহাধুমধামের সাথে তাদের কাছে সংরক্ষিত বাংলাদেশের প্রায় সাড়ে আট কোটি ভোটারের তথ্য চড়া মূল্যের বিনিময়ে বিক্রয়ের কর্মসূচি ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের তথ্য বেচাবিক্রির এই খোলামেলা বাণিজ্য খুবই ভয়ঙ্কর। এটা এখনই বন্ধ করা দরকার। আমরা ভয় পেয়েছিলাম, এই তথ্যভাণ্ডার গোপনে বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাচার হবে। আমাদের ভাবনা ভুল।

গোপনে নয়, এখন নির্বাচন কমিশন প্রকাশ্য, ব্যবসায়িক ঘোষণা দিয়ে, আমাদের বিরাট টাকার প্রলোভন দেখিয়ে এই তথ্য ভাণ্ডারের সম্ভাব্য ক্রেতাদের আহ্বান করছে। এর প্রতিবাদে এখনই আমাদের সোচ্চার হওয়া দরকার। ২. দ্বিতীয় খবর হলো, বিটিআরসি এবার সাইবার স্পেসে নজরদারী ও হুকুমত বাড়াবে। রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- এমন ওয়েবসাইট সনাক্ত করে ব্যবস্থা নেওয়াই হবে মূল কাজ, বিডিনিউজ জানাচ্ছে। “দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত দায়িত্বহীন অপপ্রচারমূলক খবরের প্রতিবাদ” : সামহোয়ারইন ব্লগ কর্তৃপক্ষের এই শিরোনামের পোস্টটিও এই খবরটির সাথে পাঠ্য হতে পারে।

সাইবার আইনের এডভোকেটগণ এইবার সফল হবেন আশা করা যায়। তবে, সামইনের কি স্বপ্নভঙ্গ হলো? যাই হোক, মুক্তমতের টুটি টিপে ধরার যে কোন প্রয়াসের বিরুদ্ধেই আমাদের দাঁড়ানো দরকার। মিডিয়ায় প্রকাশিত খবরে দেখেছি, এই এডভোকেটদের সাথে একদা গলা মিলিয়েছিল সামহোয়ারইনও। আমরা তখন এই এডভোকেসিতে ব্লগ কর্তৃপক্ষগুলোর অতিরিক্ত আগ্রহর ধরণটাকে, গরু নিজের মুখেই মুখবন্ধনী লাগানোর জন্য মালকিনকে প্ররোচিত করার সাথে তুলনা করেছিলাম। এখন যদি সামহোয়ারইন তাদের ভুল বুঝতে পারে, আমরা তাদের স্বাগত জানাই।

একই সাথে যদি কোন গোষ্ঠি আপাত মুক্তমতের এই প্লাটফর্ম সামহোয়ারইনব্লগ বা যে কোন প্লাটফর্ম বন্ধের চক্রান্ত করে, আমরা মনে করি, আমরা সবাই এর পাশে দাঁড়াবো। দাঁড়ানো দরকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.